স্টাফ রিপোর্টার:
শান্তিগঞ্জ উপজেলায় বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্থ দু:স্থ ও অসহায় পরিবারকে মানবিক সহায়তা প্রদানের লক্ষ্যে ঢেউটিন ও গ্রহনির্মাণ মঞ্জুরীরর অর্থ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১ ঘটিকায় উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্থ দু:স্থ ও অসহায় ৪৪ টি পরিবারের মাঝে ১ বান্ডিল করে ঢেউটিন ও নগদ ৩ হাজার টাকা এবং উপজেলার ১০ টি বিদ্যালয়ে শিশু খাদ্য বিতরণ করা হয়েছে। উক্ত ঢেউটিন নগদ অর্থ ও শিশু খাদ্য বিতরণী অনুষ্ঠানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা তাছলিমা আক্তার লিমা, একাডেমিক সুপারভাইজার নুরে আলম সিদ্দিকী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মো: আতাউর রহমান, পশ্চিম পাগলা ইউপি চেয়ারম্যান জগলুল হায়দার, জয়কলস ইউপি চেয়ারম্যান্য আব্দুল বাছিত সুজন, পাথারিয়া ইউপি চেয়ার্যান শহীদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন পিআইও অফিসের হরিপদ রায়,মিঠুন চক্রবর্তী, উপকারভোগী সহ প্রমুখ।