স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদল শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়ন শাখার উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে দরগাপাশা ইউনিয়নের ছয়হাড়া পয়েন্টে উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক ফরমান উদ্দিনের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক জুনেদ আহমদ ফয়ছলের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন থেকে তিলাওয়া করেন যুগ্ম আহবায়ক বাবুল মিয়া। উক্ত কর্মী সভায় বক্তব্য রাখেন উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক কামাল পারভেজ সাজন, জামাল আবু নাসের, সুয়েব আহমদ, বিশ্বজিৎ দে বিরাজ, আলমগীর হোসেন, শাহীনুর রহমান তুহিন, শহীদ নুর, সদস্য, সাজ্জাদ মিয়া, সাব্বির আহমদ, আব্দুল হেলিম, ইয়াহিয়া পারভেজ, ওদুদ মিয়া, দরগাপাশা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের পদ প্রত্যাশীদের মধ্যে বক্তব্য রাখেন খালেক মিয়া, জামাল খা, মোহাম্মদ এহিয়া, নেছার মিয়া, তুহিন মিয়া, আকমল, শাহান, এবাদুর রহমান, নুর আলী, ওয়াসিদ আলী,জেনাউর, নাছির উদ্দীন প্রমুখ। বক্তারা বলেন দুর্দিনে যারা আন্দোলন সংগ্রামে ছিলেন তাদেরকে কমিটিতে মুল্যায়ন করা হবে।