সোমবার, ২৫ অগাস্ট ২০২৫, ১০:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে ক্ষুদ্রঋণ কার্যক্রমে গতিশীলতা আনয়ন শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত সুনামগঞ্জ-৩ আসনের উন্নয়নে হাম্মাদ গাজিনগরীর ১০ দফা ঘোষণা শান্তিগঞ্জে নদী থেকে ভাসমান গলিত লাশ উদ্ধার শান্তিগঞ্জে বোগদাদি রেস্টুরেন্টের শুভ উদ্বোধন স্বপ্নবাজ তরুণ রহমান তৈয়ব: সাংবাদিকতা থেকে শিক্ষকতার আলোয় নতুন যাত্রা কবিতা : বঞ্চিতের মুখপাত্র শান্তিগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আহত ২৬ এলাকায় উত্তেজনা শান্তিগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন শান্তিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির লটারীপ্রাপ্ত ফয়জুল হকের বিরুদ্ধে আনিত অভিযোগের প্রতিবাদ শান্তিগঞ্জে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত 

শান্তিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির লটারীপ্রাপ্ত ফয়জুল হকের বিরুদ্ধে আনিত অভিযোগের প্রতিবাদ

দক্ষিণ সুনামগঞ্জ ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ৪২ বার পড়া হয়েছে

শান্তিগঞ্জ প্রতিনিধি :

শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাঁক ইউনিয়নের কান্দাগাঁও পয়েন্টের খাদ্যবান্ধব কর্মসূচিতে লটারীপ্রাপ্ত ফয়জুল হকের বিরুদ্ধে আনিত ধনপুর গ্রামের মোজাহিদ আলী পিতা মৃত উস্তার আলী কর্তৃক শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক মৌখিক অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ফয়জুল হক সহ এলাকাবাসী। রবিবার ১৭ আগষ্ঠ ২০২৫ ইং তারিখে শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক নিয়োগকৃত তদন্ত কর্মকর্তা একাডেমিক সুপারভাইজার নুরে আলম সিদ্দিকীর উপস্থিতিতে খাদ্য কর্মসূচিতে সদ্য লটারীপ্রাপ্ত ফয়জুল হক বলেন, বিগত কিছুদিন আগে উপজেলা খাদ্য অফিস কর্তৃক ডিলার আহবান করা হলে সঠিক কাগজ পত্র দিয়ে আবেদন করার পর উপজেলা প্রশাসন থেকে যাচাই বাঁচাই শেষে লটারীর মাধ্যমে তিনি লটারী প্রাপ্ত হন। লটারী পাওয়ার পর শিমুলবাঁক ইউনিয়নের ধনপুর গ্রামের মুজাহিদ আলী উপজেলা নির্বাহী অফিসার বরাবর মৌখিকভাবে মামলা সংক্রান্ত বিষয়ে অভিযোগ করেন। মামলার বিষয়ে ফয়জুল হক আরও বলেন, তাহার বিরুদ্ধে ২০১৯ সালে দায়েরকৃত সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ষড়যন্ত্রমূলক ও রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলা। ২০১৮ সালের ডিসেম্বর মাসে জাতীয় সংসদ নির্বাচনে শিমুলবাঁক ইউনিয়নের ১ নং ওয়ার্ডে ফয়জুল হক ধানের শীষের এজেন্ট থাকায় এবং এই কেন্দ্রে ধানের শীষ পাশ করায় ও নৌকা ফেল করায় ইর্ষান্বিত রাজনৈতিক প্রতিহিংসায় তাহাকে মিথ্যা মাদক মামলায় জড়ানো হয়েছে। তিনি আরও বলেন আমি যদি খারাপ লোক হতাম তাহলে এলাকাবাসী আমাকে একাধারে মসজিদের মোতওয়াল্লী, স্কুল কমিটির সদস্য এবং কবরস্থানের ক্যাশিয়ার বানানোর প্রশ্নই আসেনা। এ সময় উপস্থিত শিমুলবাঁক ইউনিয়নের ১ নং ওয়ার্ড সদস্য আব্দুল মোছব্বির, ধনপুর গ্রামের আব্দুল সালাম, আজুল মিয়া,আব্দুল আলী ও দুলাল মিয়া, জুলহাস উদ্দিন বলেন, ফয়জুল হকের বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ঝড়যন্ত্রমূলক, রাজনৈতিক প্রতিহিংসাবশত। তিনি গ্রামের
একজন আদর্শ লোক । এছাড়া তাহারা আরও বলেন, একটি ষড়যন্ত্রমূলক মামলা যাহা এখনও আদালতে চলমান, যাহার কোন সাজাপ্রাপ্ত পলাতক আসামী ফয়জুল হক নন। তাহলে তিনির ডিলার নিয়োগে সমস্যা কোথায়। এ ব্যাপারে

অভিযোগকারী মুজাহিদ আলী বলেন, মাদক মামলা চলাকালীন ডিলার নিয়োগ করা সরকারি নীতিমালা পরিপন্থী বিধায় আমি অভিযোগ করেছি।

উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা কর্তৃক নিয়োগকৃত তদন্ত কর্মকর্তা নুরে আলম সিদ্দিকী বলেন, বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।


প্রিন্ট

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর