মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ০৮:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

সুবিপ্রবির সিন্ডিকেট সদস্য হলেন আনছার উদ্দিন

দক্ষিণ সুনামগঞ্জ ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ৪৭৫ বার পড়া হয়েছে

 

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সুবিপ্রবি) সিন্ডিকেট কমিটিতে নতুন সদস্য হিসেবে মনোনীত হয়েছেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি ও জেলা বিএনপির সদস্য আনছার উদ্দিন। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন প্রেরিত এক চিঠির মাধ্যমে আগামী ২ বছরের জন্য আনছার উদ্দিনকে সুবিপ্রবির সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনীত করা হয়।

এদিকে সুবিপ্রবির উপাচার্য্য অধ্যাপক ড. মো. নিজাম উদ্দিন প্রেরিত এক আমন্ত্রনপত্রের মাধ্যমে সুবিপ্রবির ষষ্ঠ জরুরী সভায় যোগ দেন সুবিপ্রবি’র নবনিযুক্ত সিন্ডিকেট সদস্য আনছার উদ্দিন। বৃহস্পতিবাব দুপুর ২টায় সুবিপ্রবির কনফারেন্স কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সুবিপ্রবির উপাচার্য ও বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. নিজাম উদ্দিনসহ উপস্থিত অন্যান্য সদস্যরা আনছার উদ্দিনকে ফুল দিয়ে সংবর্ধনা জানান।

এ বিষয়ে আনছার উদ্দিন বলেন, বুধবার (২৫ জুন) বিকালে আমি বিষয়টি জানতে পারি। চিঠি পেয়ে আজ (বৃহস্পতিবার) সুবিপ্রবির ৬ষ্ঠ সিন্ডিকেট সভায় অংশ নিয়েছি। হাওরের জনপদ সুনামগঞ্জের একমাত্র ও নতুন এই পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষার্থীবান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে কাজ করে যেতে চাই। আমি সকলের দোয়া ও সহযোগীতা কামনা করছি।


প্রিন্ট

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর