বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ০৯:০৪ অপরাহ্ন

জনগণের দৃঢ়তা ও প্রতিরোধের ফলে ইসরাইলের বিরুদ্ধে জয় অর্জিত হয়েছে: ইরানি প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ৩৪ বার পড়া হয়েছে

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ছবি: সংগৃহীত

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইহুদিবাদী শাসকের (ইসরাইল) বিরুদ্ধে জয় জনগণের দৃঢ়তা এবং প্রতিরোধের ফলে অর্জিত হয়েছে।

জাতির উদ্দেশে দেওয়া এক বার্তায় পেজেশকিয়ান এ কথা বলেন।  খবর মেহের নিউজ এজেন্সির।

প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, ‘ইসরাইলি সরকারের বিরুদ্ধে বিজয় অর্জিত হয়েছে ইরানের মহান জাতির প্রতিরোধ, ঐক্য এবং সৌহার্দ্যের মাধ্যমে। ’

তিনি বলেন, ‘এই সময়ে জাতির মধ্যে ঐক্য, শান্তি এবং সংহতি ফলপ্রসূ হয়েছে। এই ঐতিহাসিক বিজয়ের সমস্ত গৌরব মহান জাতি এবং সভ্যতার। ’

তিনি আরও বলেন, ‘শত্রু  যদি ইসলামী প্রজাতন্ত্রের পরিচয়ের প্রতি গভীর মনোযোগ দিত, তাহলে তারা কখনও এই গুরুতর ভুল করত না।’

 

 

 

ইরানিদের সাহসী প্রতিরোধের জন্য ধন্যবাদ জানিয়ে প্রেসিডেন্ট আরও বলেন, তারা ইহুদিবাদী শাসকের ১২ দিনের  যুদ্ধের অবসান প্রত্যক্ষ করছে।

তিনি বলেন, শত্রুরা কিছু অজুহাতে ইসলামী প্রজাতন্ত্রের ওপর আগ্রাসন চাপিয়ে দিয়েছে।  একইসঙ্গে ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচিতে যে কোনো ভুল বোঝাবুঝি নিরনের জন্য কূটনৈতিক প্রচেষ্টা চালিয়েছে।

গত ১৩ জুন ইরানে ব্যাপক আগ্রাসন শুরু করে ইসরাইলি সরকার। হামলা চালিয়ে বেশ কয়েকজন শীর্ষ সামরিক কমান্ডার এবং পারমাণবিক বিজ্ঞানীদের হত্যা করে দখলদার বাহিনী।  এছাড়া বিভিন্ন প্রদেশের পারমাণবিক, সামরিক এবং বেসামরিক অবকাঠামো এবং আবাসিক ভবনগুলোকে লক্ষ্যবস্তু করে বোমা হামলা চালায়।

ইসরাইলি হামলার জবাবে তেল আবিবে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরানের সশস্ত্র বাহিনী।  দুদেশের মধ্যে হামলা-পালটা হামলার মধ্যেই গত রোববার ইরানের তিনটি পরমাণু স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। এর প্রতিক্রিয়ায় সোমবার রাতে কাতারের দোহায় মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান।

এরপরই যুদ্ধবিরতির কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার ভোরে তিনি ইসরাইল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির কথা জানান।


প্রিন্ট

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর