সোমবার, ২৫ অগাস্ট ২০২৫, ১০:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে ক্ষুদ্রঋণ কার্যক্রমে গতিশীলতা আনয়ন শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত সুনামগঞ্জ-৩ আসনের উন্নয়নে হাম্মাদ গাজিনগরীর ১০ দফা ঘোষণা শান্তিগঞ্জে নদী থেকে ভাসমান গলিত লাশ উদ্ধার শান্তিগঞ্জে বোগদাদি রেস্টুরেন্টের শুভ উদ্বোধন স্বপ্নবাজ তরুণ রহমান তৈয়ব: সাংবাদিকতা থেকে শিক্ষকতার আলোয় নতুন যাত্রা কবিতা : বঞ্চিতের মুখপাত্র শান্তিগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আহত ২৬ এলাকায় উত্তেজনা শান্তিগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন শান্তিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির লটারীপ্রাপ্ত ফয়জুল হকের বিরুদ্ধে আনিত অভিযোগের প্রতিবাদ শান্তিগঞ্জে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত 

স্বপ্নবাজ তরুণ রহমান তৈয়ব: সাংবাদিকতা থেকে শিক্ষকতার আলোয় নতুন যাত্রা

দক্ষিণ সুনামগঞ্জ ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ৩৬ বার পড়া হয়েছে

মেধা, সততা আর স্বপ্নকে সঙ্গী করে পথচলা এক তরুণের নাম রহমান তৈয়ব। তিনি শুধু একজন সাংবাদিক নন; একাধারে সংগঠক, কবি, গীতিকার, অভিনেতা এবং পত্রিকার সম্পাদক। বহুমুখী প্রতিভার এই তরুণের কর্মমুখর যাত্রা অনেক আগেই তাকে সমাজে অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে।

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাঁক ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের সন্তান রহমান তৈয়ব। শৈশব থেকেই সাহিত্যচর্চা, সাংগঠনিক কাজ ও সাংবাদিকতায় তার সক্রিয় উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। বর্তমানে তিনি শান্তিগঞ্জ প্রেসক্লাবের আইন বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। সহকর্মী ও শুভানুধ্যায়ীদের কাছে তিনি সততা, আন্তরিকতা ও দায়িত্ববোধের প্রতীক।

আজকের সুখবর হলো—এই মেধাবী তরুণ নতুন আরেকটি অধ্যায়ের সূচনা করলেন। সম্প্রতি তিনি ডুংরিয়া হাইস্কুল এন্ড কলেজে সহকারী শিক্ষক (ইংরেজি) হিসেবে চূড়ান্তভাবে নিয়োগ লাভ করেছেন। তার এই অর্জন শুধু ব্যক্তিগত নয়; বরং পরিবার, সমাজ ও শুভাকাঙ্ক্ষীদের জন্যও এক গর্বের বিষয়।

সহকর্মীরা মনে করছেন, একজন শিক্ষক হিসেবে রহমান তৈয়বের দায়িত্ব এখন আরও বেড়ে গেল। শিক্ষা, মানবিক মূল্যবোধ ও আদর্শের আলো ছড়িয়ে দিয়ে তিনি আগামী প্রজন্মকে আলোকিত করবেন—এমন প্রত্যাশা সবার।

আদর্শবান শিক্ষক, নিবেদিতপ্রাণ সাংবাদিক ও বহুমুখী প্রতিভার অধিকারী রহমান তৈয়বের জন্য শান্তিগঞ্জবাসী জানাচ্ছে অফুরন্ত শুভকামনা ও ভালোবাসা।


প্রিন্ট

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর