মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ০১:০০ পূর্বাহ্ন

শান্তিগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা সভা

স্টাফ রিপোর্টার::
  • আপডেট সময় মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ৮৪ বার পড়া হয়েছে

সুনামগঞ্জের শান্তিগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫ উপলক্ষ্যে “জুলাই চেতনাই আগামী বাংলাদেশ” শীর্ষক আলোচনা সভা, স্মৃতিচারণ ও আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার(৫ আগস্ট) সকাল ১০.০০ ঘটিকায় শান্তিগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যােগে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫ উপলক্ষে একটি শোভাযাত্রা উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু করে শান্তিগঞ্জ বাজার হয়ে আবার উপজেলা চত্বরে এসে শেষ হয়।

 

শোভাযাত্রা পরবর্তী উপজেলা পরিষদের হলরুমে শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা’র সভাপতিত্বে “জুলাই চেতনাই আগামী বাংলাদেশ” শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: ইকবাল হাসান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আকরাম আলী, সিলেট জজ কোর্টের এপিপি এডভোকেট ইয়াসিন খান, শান্তিগঞ্জ উপজেলা জামায়াতের আমীর হাফিজ আবু খালেদ, উপজেলা কৃষি কর্মকর্তা আহসান হাবিব, উপজেলা নির্বাহী প্রকৌশলী মো: সাজেদুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনিসুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: সেলিম খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মাসুদ সরকার, উপজেলা জমিয়তের একাংশের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল হাই, অপরাংশের সাধারণ সম্পাদক এম আব্দুল হাফিজ, খেলাফত মজলিসের নির্বাহী সভাপতি মাওলানা ছমির উদ্দিন সালেহ, জুলাই যোদ্ধা তৌকির আহমদ, শাহিনুর রহমান, প্রবাসী জুলাই যোদ্ধা দুলাল মিয়া, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সামিউল কবির ও সাধারণ সম্পাদক মো: নুরুল হক।

 

অনুষ্ঠানে শেষে বিভিন্ন ক্যাটাগরিতে ১১ জন জুলাই যোদ্ধার মধ্যে আর্থিক অনুদান প্রদান করা হয়।

 

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সাংবাদিক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণী পেশায় মানুষজন ।


প্রিন্ট

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর