মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ০১:০৩ পূর্বাহ্ন

শান্তিগঞ্জে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন 

স্টফ রিপোর্টার:
  • আপডেট সময় শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ৫৭ বার পড়া হয়েছে
“নারী-পুরুষের সমান অধিকার, সচেতনতা ও মানবিক মূল্যবোধই পারে একটি ন্যায়ের সমাজ গড়তে”—এই চেতনাকে ধারণ করে শান্তিগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হলো জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ” অনুষ্ঠান।
শনিবার (২৬ জুলাই) সকালে উপজেলা  প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত জুলাই পুনর্জাগরণ সমাজ গঠনে শপথ গ্রহন’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুকান্ত সাহা।
তিনি তার বক্তব্যে বলেন, “বাল্যবিয়ে, সহিংসতা ও বৈষম্যের বিরুদ্ধে আমাদের সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলতে হবে। আজকের এই শপথ যেন শুধু আনুষ্ঠানিকতা না থেকে আমাদের জীবনযাপনে প্রতিফলিত হয়।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আহসান হাবিব, শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আকরাম আলী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. তারেক জামিল অপু, যুব উন্নয়ন কর্মকর্তা সন্দীপ বিশ্বাস,পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক নীতেশ চন্দ্র বর্মন, বিআরডিবি কর্মকর্তা অসীম তালুকদার, ইউপি সদস্য মো. লিটন মিয়া, ধর্মীয় প্রতিনিধি হাফেজ আবু হানিফা নোমান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক-শিক্ষার্থী ও নারী প্রতিনিধি অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা সমাজে ন্যায়, সমতা, সহনশীলতা ও মানবিকতা প্রতিষ্ঠায় নিজেদের ভূমিকা পালনের অঙ্গীকার করেন।

প্রিন্ট

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর