মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ০১:০১ পূর্বাহ্ন

শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল জাতের ধানের সম্প্রসারণ সম্পর্কিত প্রকল্পের অবহিতকরণ সভা

স্টফ রিপোর্টার:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ৬৭ বার পড়া হয়েছে
শান্তিগঞ্জে হাওরে অসহনীয় জলবায়ু প্রভাবের বিরুদ্ধে নতুন উচ্চ ফলনশীল জাতের ধানের সম্প্রসারণ (এনরিচ) প্রকল্পের প্রকল্প সম্পর্কিত সূচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(২৪ জুলাই) সকাল ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে এসিড হবিগঞ্জের আয়োজনে জাপান ফান্ড ফর গ্লোবাল এনভায়রনমেন্ট (ঔচএঊ) টু শেয়ার দ্য প্ল্যানেট অ্যাসোসিয়েশন এর অর্থায়নে উক্ত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা।
প্রকল্পেন সহকারি প্রকল্প ম্যানেজার সাজ্জাদুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য
রাখেন সুনামগঞ্জ ধান গবেষনা ইন্সটিটিউটের ইনচার্জ ড.বদরুন্নেছা, সিনিয়র সাইনটিফিক অফিসার মোস্তফা মাহবুব, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তাছলিমা আক্তার লিমা,  উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোফাজ্জল হোসেন মায়া, প্রকল্প ম্যানেজার নির্মল কুমার বিশ্বাস, প্রজেক্ট অফিসার বিশ্বজিত সাহা, এনজিও সংস্থা আরপিডব্লিউএসের প্রধান নির্বাহী নাজিম উদ্দিন।
এ সময় উপস্থিত শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: নুরুল হক,  অত্র প্রকল্পের শান্তিগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের ফিল্ড সহকারী মোসাদ্দিক হোসাইন, জাকারিয়া আহমদ, জামিল মিয়া, সিদ্দিক আহমদ সহ সংশ্লিষ্ট ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও কৃষক প্রতিনিধিবৃন্দ।

প্রিন্ট

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর