মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ০১:০৩ পূর্বাহ্ন

মাইলস্টোন স্কুলের দুর্ঘটনায় নিহতদের স্মরণে সুবিপ্রবিতে দোয়া মাহফিল

স্টফ রিপোর্টার:
  • আপডেট সময় মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ৬১ বার পড়া হয়েছে

 

মাইলস্টোন স্কুলে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমানের মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফেরাত কামনায় ও আহতদের সুস্থতা চেয়ে দোয়া মাহফিল করেছে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (সুবিপ্রবি।

মঙ্গলবার (২২ জুলাই) দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এই দোয়া মাহফিলে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. হারুন অর রশিদ, প্রক্টর অধ্যাপক ড. শেখ আব্দুল লতিফ, ড. মোবারক হোসেন, রাশেদ মাহমুদ, মারুফ চান, নূর আমিন বিটু, মোহাই মিনুল ইসলাম, সাঈদুল হাসান, রাত্রি বণিক ও শান্তা রানী সাহা সহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

এছাড়া উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী সারফুদ্দিন, নির্বাহী প্রকৌশলী মিনহাজ উদ্দিন, সেকশন অফিসার শারমিন আক্তার এবং নিরাপত্তা কর্মকর্তা ওয়াসিম আকরাম সহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা।

শিক্ষার্থীদের পক্ষ থেকে দোয়া পাঠ করেন মো. তাকবিল হোসেন। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন এবং দুর্ঘটনায় নিহতদের প্রতি গভীর শোক ও শ্রদ্ধা জানান।


প্রিন্ট

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর