মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ০২:১৯ পূর্বাহ্ন

ভোক্তা সচেতনতা বাড়লে কমবে অনিয়ম: সুনামগঞ্জে সিসিএস’র মতবিনিময় সভা

স্টফ রিপোর্টার:
  • আপডেট সময় রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ৬৭ বার পড়া হয়েছে

 

ভোক্তা হলে সচেতন, বন্ধ হবে অনিয়ম এই প্রত্যয়ে সুনামগঞ্জে অনুষ্ঠিত হলো ভোক্তা অধিকার বিষয়ক পরিচিতি ও মতবিনিময় সভা।

শনিবার (৫ জুলাই) সকালে জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে ‘কনশাস কনজিউমার্স সোসাইটি (সিসিএস)’ সুনামগঞ্জ জেলা শাখার কো-অর্ডিনেটর শাহিনা চৌধুরী রুবি’র সভাপতিত্বে ও ওবায়দুল হক মিলনের সঞ্চলনায় পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মোঃ ইমরানুল হাসান।

মতবিনিময় সভায় জেলার ১২টি উপজেলার স্বেচ্ছাসেবকরা উপস্থিতি ছিলেন।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, বাজার ব্যবস্থায় স্বচ্ছতা আনতে হলে ভোক্তাদের অধিকতর সচেতন হওয়া জরুরি। খাদ্যে ভেজাল, ওজনে কারচুপি, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, মূল্য না লেখা ও অতিরিক্ত দামে পণ্য বিক্রির বিরুদ্ধে আইন প্রয়োগের পাশাপাশি ভোক্তাদের সচেতনতাও প্রয়োজন।

এ সময় বক্তব্য রাখেন সাবেক সমন্বয়কারী জাহিদ হাসান চৌধুরী, নুরুল হক, এম এ বারী সিদ্দিকী, শাহাবুদ্দিন সিহাব, শহিদুল ইসলাম রেদুয়ান, আবুল হাসান, নিজাম উদ্দিন, তোফাজ্জল ইসলাম, মেহেদী হাসান প্রমুখ।

বক্তারা জানান, জেলার বিভিন্ন উপজেলায় ভোক্তা অধিকার নিয়ে নিয়মিত সভা, কর্মশালা ও সচেতনতামূলক ক্যাম্পেইন চালাবে সিসিএস সুনামগঞ্জ জেলা শাখা। সভায় সাংবাদিক, শিক্ষক, ব্যবসায়ী, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।


প্রিন্ট

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর