বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ১০:৫২ অপরাহ্ন

শান্তিগঞ্জ প্রেসক্লাবের মতবিনিময় ও নৈশভোজ

স্টফ রিপোর্টার:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ৩০ বার পড়া হয়েছে

 

সুনামগঞ্জের শান্তিগঞ্জে ফ্রান্স প্রবাসী সিনিয়র সাংবাদিক ও শান্তিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক মো: আলমগীর হোসেনের সাথে মতবিনিময় সভা ও নৈশভোজ সম্পন্ন হয়েছে।

 

বুধবার(২ জুলাই) সন্ধ্যা ৭.০০ ঘটিকায় শান্তিগঞ্জের এফআইভিডিবি’র যেহীন আহমদ একাডেমি ফর হিউম্যান ডেভেলপমেন্ট সেন্টারে শান্তিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে এ মতবিনিময় সভা ও নৈশভোজ অনুষ্ঠিত হয়।

শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সামিউল কবির এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: নুরুল হক ও আইন বিষয়ক সম্পাদক তৈয়বুর রহমানের যৌথ সঞ্চালনায় মতবিনিময় ও নৈশভোজ অনুষ্ঠানে প্রবাসী সাংবাদিক আলমগীর হোসেন বলেন, দীর্ঘদিন আমি প্রবাসে ছিলাম, দেশের মানুষের কথা আর আপনাদের মতো সহকর্মীদের কথা বারবার মনে পড়তো। এখানে উপস্থিত হতে পেরে আমার খুব ভালো লাগছে আজ। আমি খুব খুশি যে আপনার আমাকে স্বরণ রেখেছেন। দেশে যতদিন আছি আপনাদের পাশে থেকে কাজ করে যেতে চাই। প্রেসক্লাবের সকল সুখে দুখে এবং তার সার্বিক উন্নয়নে আমি আপনাদের পাশে আছি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জের আলহেরা জামেয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার বাংলা প্রভাষক, কবি ও গবেষক, বাংলাদেশ বেতার সিলেটের তালিকাভুক্ত আবৃত্তিকার মামুন সুলতান, রনশী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: ফয়জুল হক।

আরও উপস্থিত ছিলেন, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি মো: শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ছায়াদ হোসেন সবুজ, অর্থ সম্পাদক আতিকুর রহমান রুয়েব, দপ্তর সম্পাদক মান্নার মিয়া, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক উসমান গনি, প্রচার সম্পাদক ছালিক আহমদ, নির্বাহী সদস্য আবিদ উদ্দিন, শাহনুর সুলতান, দিলীপ কুমার দাস, ইমরানুল হাসান, নাসির মিয়া, জাকির হোসেন ও আহমদ উসমান এবং ব্যবসায়ী জাইদুল ইসলাম।


প্রিন্ট

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর