বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ০৪:৫৩ অপরাহ্ন

শান্তিগঞ্জে পাথারিয়া বাজার রাস্তা সংস্কার কাজ পরিদর্শন করলেন ইউএনও

স্টাফ রিপোর্টার::
  • আপডেট সময় শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ৫৬ বার পড়া হয়েছে

 

অভিযোগের ভিত্তিতে সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া বাজার গলীর রাস্তা সংস্কার কাজ পরিদর্শন করেছেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা।

শনিবার( ২৮জুন) বিকাল ২ ঘটিকায় তিনি সরেজমিনে গিয়ে কাজের মান ও অগ্রগতির খোঁজ খবর নেন এবং এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে কাজের ধরণ পর্যবেক্ষণ করেন।পরিদর্শনকালে উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা বলেন- “রাস্তাটির কাজে কিছু অনিয়মের অভিযোগ পেয়ে পরিদর্শনে এসেছি কাজ সঠিক ভাবে করার নির্দেশনা দিয়েছি। জনগুরুত্বপূর্ণ এ রাস্তার উন্নয়নে যেন নিম্নমানের মালামাল দিয়ে কাজ করা না হয় সেদিকে সতর্ক থাকতে হবে।তিনি আরও বলেন
পাথারিয়া বাজারের ভেতরের গলিতে বর্ষাকালে কাদা-পানি জমে থাকার কারণে জনসাধারণের চলাচলে সমস্যা হতো। এই সমস্যার সমাধানে রাস্তার উন্নয়ন কাজ শুরু হয়েছে। আপনারা এলাকার সবাই মিলে কাজটি সম্পূর্ণ করার জন্য সহযোগিতা করবেন।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এই সমস্যার কারণে বাজারে আসা জনসাধারণের দুর্ভোগ পোহাতে হচ্ছিল। রাস্তাটি সংস্কারের ফলে বাজারের পরিবেশ উন্নত হবে এবং জনসাধারণের চলাচলে সুবিধা হবে। এছাড়াও, শান্তিগঞ্জ উপজেলার অন্যান্য উন্নয়নমূলক কাজও চলমান রয়েছে, যার মধ্যে বিভিন্ন বাজারের উন্নয়ন অন্তর্ভুক্ত।

 

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, এসও নাঈম, ঠিকাদার মোঃ মোজাহিদ মিয়া, বাজারের ইজারাদার মোঃআব্দুল মমিন,পাথারিয়া ইউপির সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুর মিয়া,পাথারিয়া বাজার ব্যবসায়ী সমবায়সমিতি লিঃএর সভাপতি,হারুন রশীদ,কোষাধ্যক্ষ সাইদুর রহমান পাথারিয়া ৩নং ওয়ার্ডের সাবেক সদস্য মোঃআক্কাস মিয়া,বিএনপি নেতা মোহাম্মদ আলী, জিয়াউর রহমান,পাথারিয়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী,বিএনপি নেতা মোঃ আঙ্গুর মিয়া প্রমুখ।


প্রিন্ট

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর