বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ০৮:৫৫ অপরাহ্ন

পাথারিয়া ইউপি জামায়াতের বায়তুলমাল পক্ষ  প্রস্তুতি সভা অনুষ্ঠিত

শান্তিগঞ্জ প্রতিনিধি::
  • আপডেট সময় বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ৩৭ বার পড়া হয়েছে
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া  ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত বায়তুলমাল পক্ষ সফল করতে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫জুন) বিকাল ৪ টায় ইউনিয়ন পর্যায়ে অনুষ্ঠিত এই বিশেষ বৈঠকে সভাপতিত্ব করেন পাথারিয়া  ইউপি জামায়াত সভাপতি মোঃ শমশের আলী এবং সঞ্চালনা করেন সেক্রেটারি আব্দুর রশীদ খান।
পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে সভার সূচনা করেন আব্দুর রশীদ খান।
বায়তুলমাল পক্ষের পরিকল্পনা ও বাস্তবায়ন বিষয়ক দিকনির্দেশনা তুলে ধরে প্রধান অতিথির বক্তব্য দেন জামায়াতে ইসলামী শান্তিগঞ্জ উপজেলা শাখার আমীর হাফিজ আবু খালেদ। তিনি বলেন, “বায়তুলমাল পক্ষ শুধু একটি সাংগঠনিক কর্মসূচি নয়, এটি সমাজের দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর একটি পবিত্র উদ্যোগ।”
বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা সেক্রেটারি মাস্টার দিলোওয়ার হোসাইন বলেন, “এই উদ্যোগের মাধ্যমে সমাজের প্রতি দায়িত্ববোধ ও ইসলামী ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় হবে।
এ সময় উপস্থিত ছিলেন  পাথারিয়া ইউপি জামায়াতের বায়তুলমাল সম্পাদক কবির হুসেন, শ্রমিকল্যাণ সভাপতি  আজমল হুসেন,
 ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সভাপতি ও সেক্রেটারীবৃন্দ।
সভায় অংশগ্রহণকারী সবাই আসন্ন বায়তুলমাল পক্ষ সফল করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

প্রিন্ট

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর