সোমবার, ২৫ অগাস্ট ২০২৫, ০৪:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জ-৩ আসনের উন্নয়নে হাম্মাদ গাজিনগরীর ১০ দফা ঘোষণা শান্তিগঞ্জে নদী থেকে ভাসমান গলিত লাশ উদ্ধার শান্তিগঞ্জে বোগদাদি রেস্টুরেন্টের শুভ উদ্বোধন স্বপ্নবাজ তরুণ রহমান তৈয়ব: সাংবাদিকতা থেকে শিক্ষকতার আলোয় নতুন যাত্রা কবিতা : বঞ্চিতের মুখপাত্র শান্তিগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আহত ২৬ এলাকায় উত্তেজনা শান্তিগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন শান্তিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির লটারীপ্রাপ্ত ফয়জুল হকের বিরুদ্ধে আনিত অভিযোগের প্রতিবাদ শান্তিগঞ্জে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত  সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের ত্রাণ বিতরণ ও আলোচনা সভা

মাইলফলক ছোঁয়া হলো না, আক্ষেপ নিয়ে শেষ বাংলাদেশের ইনিংস

দক্ষিণ সুনামগঞ্জ ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ১০৫ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক::

শ্রীলঙ্কার বিপক্ষে পুঁজিটা কম ছিল না বাংলাদেশের। তবে শেষ উইকেট জুটিতে হাসান মাহমুদ আর নাহিদ রানার ওপর ভরসা করে সফরকারীরা আশায় ছিল মাইলফলক ছোঁয়ার। তবে তা আর হলো না। খুব কাছে গিয়েও ব্যর্থ হলো শেষ জুটি। ৪৯৫ রানে অলআউট হলো বাংলাদেশ।

লঙ্কানদের বিপক্ষে বাংলাদেশের পাঁচশো ছাড়ানো ইনিংসের সংখ্যা খুব বেশি নয়। ২০১৩ সালে গল টেস্টের ৬৩৮, এরপর ২০১৮ সালে করা ৫১৩ আর ২০২১ সালে ৫৪১/৭, এই তো! আজ গলে সে সংখ্যাটা চারে উন্নীত করার সুযোগ ছিল। বাংলাদেশ চেয়ে ছিল সে মাইলফলকটাতেই।

সেটা করতে হলে আজ প্রয়োজন ছিল ১৬ রান। দিনের দ্বিতীয় বলেই ভাগ্যগুণে একটা চার পেয়ে যায় বাংলাদেশ। আসিথা ফার্নান্দোর ডেলিভারি হাসান মাহমুদের ব্যাটের নিচের কানায় লেগে চলে যায় বাউন্ডারিতে। সে ওভার থেকে আসে আরও এক রান।

পরের ওভারে আসে আরও এক রান। আসিথার করা দিনের তৃতীয় ওভারের প্রথম বলে বাই থেকে আসে আরও একটি চার। তাতে মনে হচ্ছিল ভাগ্যের ছোঁয়াতেই বুঝি ৫০০ ছুঁয়ে ফেলবে বাংলাদেশ।

তবে সেটা শেষমেশ হয়নি। সে চারের দুই বল পর স্ট্রাইকে এসে নাহিদ রানা লেগ স্টাম্পের অনেক বাইরের বলে ব্যাট ছুঁইয়ে দেন। তা গিয়ে জমা পড়ে উইকেটরক্ষক কুশল মেন্ডিসের হাতে। বাংলাদেশ অলআউট হয় ৫০০ থেকে ৫ রানের দূরত্বে থেকে।

পাঁচশো না হলেও পুঁজিটা মন্দ হয়নি। শ্রীলঙ্কার বিপক্ষে এটি বাংলাদেশের চতুর্থ সর্বোচ্চ দলীয় রান। এ পরিস্থিতিতে বাংলাদেশকে স্বস্তি দিতে পারে একটা তথ্য। শ্রীলঙ্কার বিপক্ষে যখনই ৪৫০ রানের বেশি করেছে বাংলাদেশ, সে ম্যাচে হারেনি দল। একমাত্র যে টেস্টটা জিতেছে, সে টেস্টে বাংলাদেশ ৪৬৭ রান তুলেছিল প্রথম ইনিংসে।

সেসব অবশ্য কেবলই তথ্য। মাঠের খেলায় এখন বাকি কাজটা সারতে হবে বাংলাদেশকে।

দিনের শুরুতে ব্যাট হাতে দলকে খুব বেশি দূর নিয়ে যেতে পারেননি হাসান আর নাহিদ। তাদের মূল কাজটা শুরু এখন। বল হাতে দলকে ভালো শুরু এনে দেওয়ার গুরুদায়িত্ব এখন তাদের কাঁধে।


প্রিন্ট

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর