বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ১২:২১ পূর্বাহ্ন

শান্তিগঞ্জে মেধা ও অর্জনের উৎসব

দক্ষিণ সুনামগঞ্জ ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ১১০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::

সুনামগঞ্জের শান্তিগঞ্জে “আলোকিত সমাজ শিক্ষা ফাউন্ডেশন” এর উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল ১১টায় উপজেলার শিমুলবাক ইউনিয়নের সাতগাঁও জীবদাড়া উচ্চ বিদ্যালয়ের সম্মেলন কক্ষে এ আয়োজন করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক নোমান আহমেদের সভাপতিত্বে ও শাহরিয়ার হক নাবিলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেডিকেল অনকোলজিস্ট ডা. ফয়জুর আহমেদুজ্জামান খান, সুনামগঞ্জ সরকারি কলেজের বাংলা বিভাগের প্রভাষক ও বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মো. আতিকুর রহমান এবং মাধ্যমিক শিক্ষক কর্মচারী সমিতির সভাপতি মো. আমিনুল ইসলাম।

স্বাগত বক্তব্য রাখেন আলোকিত সমাজ শিক্ষা ফাউন্ডেশন” এর প্রতিষ্ঠাতা সদস্য ও শিশু রোগ বিশেষজ্ঞ ডা. সৈকত দাস।

বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, জিপিএ-৫ অর্জন কেবল একটি পরীক্ষার ফল নয়, এটি শিক্ষাজীবনের নতুন যাত্রার সূচনা। ভবিষ্যতে সঠিক পথ বেছে নিতে নৈতিকতা ও দায়িত্ববোধই হবে শিক্ষার্থীদের মূল পরিচয়। এখন থেকেই জীবনের লক্ষ্য স্থির করে দেশ ও সমাজের উন্নয়নে অবদান রাখতে হবে।

অনুষ্ঠানে শান্তিগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৮ জন শিক্ষার্থী এবং উত্তীর্ণ আরও ৩১ জন শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়। তাঁদের হাতে ক্রেস্ট, সনদপত্র ও উৎসাহমূলক উপহার তুলে দেন অতিথিরা।

এছাড়া পাশের হার ও জিপিএ-৫ প্রাপ্তির ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জন করায় সাতগাঁও জীবদাড়া উচ্চ বিদ্যালয়কে উপজেলার শ্রেষ্ঠ বিদ্যালয় হিসেবে বিশেষ সংবর্ধনা দেওয়া হয়।


প্রিন্ট

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর