দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্ক:
সুনামগঞ্জের সদর উপজেলায় গোসল করার সময় পুকুরের পানিতে ডুবে বুশরা আক্তার (১০) ও ফাতেহা বেগম (৮) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৭ জুন) দুপুর ২টার দিকে সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের হরিণাপাটি গ্রামে মারা যায় তারা। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো বোন।
মারা যাওয়া- বুশরা আক্তার হরিণাপাটি গ্রামের মৃত রফিকুল ইসলামের মেয়ে। ফাতেহা বেগম (৮) মৃত রফিকুল ইসলামের বোন রেহেনা বেগমের মেয়ে।
স্থানীয় সূত্র জানায়, সুনামগঞ্জের পৌর শহরের খাইমতর এলাকা থেকে সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের হরিণাপাটি গ্রামে মামার বাড়িতে বেড়াতে যায় ফাতেহা বেগম। আজ মঙ্গলবার দুপুরে বুশরা আক্তারের সঙ্গে পুকুরে গোসল করতে নামে সে। এসময় দুই শিশু পুকুরের পানিতে ডুবে নিখোঁজ হয়।
স্থানীয়রা পরে তাদের উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান।সেখানকার চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।
সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি মো. আবুল কালাম বলেন, “আপনার কাছ থেকে এখন জানলাম, আমরা এখনো খোঁজ পাইনি। আমরা খোঁজ নিয়ে বিস্তারিত বলতে পারব।”
সুত্র:: রাইজিং বিডি