সিলেট- সুনামগঞ্জ মহাসড়কে বাস ও সিএনজি সংঘর্ষের ঘটনায় নিহত হয়েছেন সুনামগঞ্জ টেক্সটাইল ইন্সটিটিউটের ইয়ার্ণ ম্যানুফ্যাকচারিং টেকনোলজী বিভাগের(২য় পর্ব)মেধাবী শিক্ষার্থী আফসানা জাহান খুশি(১৮)। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সুনামগঞ্জ টেক্সটাইল ইন্সটিটিউট কর্তৃপক্ষ।
বুধবার(৬ আগস্ট) দুপুরে অত্র প্রতিষ্ঠান থেকে ক্লাশ শেষে বাড়িতে ফেরার পথে সিলেট- সুনামগঞ্জ মহাসড়কের সুনামগঞ্জের সদর উপজেলার বাহাদুরপুর নামক স্থানে বাস ও সিএনজির সংঘর্ষে তার মৃত্যু হয়। নিহত আফসানা জাহান খুশি শহরের আরফিন নগরের বাসিন্দা দিলোয়ার হোসেনের মেয়ে।
বুধবার বিকেলে এক শোক বার্তায় তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করছেন সুনামগঞ্জ টেক্সটাইল ইন্সটিটিউটের অধ্যক্ষ( অঃদঃ) অনুপম কুমার দেবনাথ।
মেধাবী শিক্ষার্থী আফসানা জাহান খুশির মর্মান্তিক অকাল মৃত্যুতে সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটের সকল কর্মকর্তা, শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ গভীরভাবে শোকাহত এবং মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনাসহ শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছেন।
প্রিন্ট