সোমবার, ২৫ অগাস্ট ২০২৫, ০৪:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জ-৩ আসনের উন্নয়নে হাম্মাদ গাজিনগরীর ১০ দফা ঘোষণা শান্তিগঞ্জে নদী থেকে ভাসমান গলিত লাশ উদ্ধার শান্তিগঞ্জে বোগদাদি রেস্টুরেন্টের শুভ উদ্বোধন স্বপ্নবাজ তরুণ রহমান তৈয়ব: সাংবাদিকতা থেকে শিক্ষকতার আলোয় নতুন যাত্রা কবিতা : বঞ্চিতের মুখপাত্র শান্তিগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আহত ২৬ এলাকায় উত্তেজনা শান্তিগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন শান্তিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির লটারীপ্রাপ্ত ফয়জুল হকের বিরুদ্ধে আনিত অভিযোগের প্রতিবাদ শান্তিগঞ্জে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত  সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের ত্রাণ বিতরণ ও আলোচনা সভা

সুনামগঞ্জে বাস-সিএনজির সংঘর্ষ, নিহত ৩

স্টাফ রিপোর্টার::
  • আপডেট সময় বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ৯৮ বার পড়া হয়েছে

সুনামগঞ্জের সদর উপজেলার বাহাদুরপুর গ্রামে সিলেট-সুনামগঞ্জ সড়কে বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুই শিক্ষার্থীসহ ৩ সিএনজি যাত্রীর মৃত্যু হয়েছে। নিহতদের মধ্য একজন বিশ্ববিদ্যালয়, অন্যজন টেক্সটাইল ইনস্টিটিউটের শিক্ষার্থী।

বুধবার (৬ আগস্ট) দুপুরে সদর উপজেলার বাহাদুরপুর গ্রামের পাশে এই দুর্ঘটনা ঘটে। সংঘর্ষে সিএনজি দুমড়ে-মুচড়ে যায়।

সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, নিহতরা হলো সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটের প্রথম বর্ষের শিক্ষার্থী শহরের আরপিনগর এলাকার বাসিন্দা দোলোয়ার হোসেনের মেয়ে আফসানা খুশী, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর স্নেহা চক্রবর্তী। স্নেহা শান্তিগঞ্জ উপজেলার জয়কলস গ্রামের বিপুল চক্রবর্তীর মেয়ে। অপর নিহত শফিকুল ইসলাম শহরের আলীপাড়ার বাসিন্দা।

 

ওসি জানান, দুই শিক্ষার্থী সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউট থেকে অন্যান্য যাত্রীদের সঙ্গে সিএনজিতে করে সুনামগঞ্জ শহরে ফিরছিলেন।

ফেরার পথে সদর উপজেলার বাহাদুরপুর এলাকায় বিপরীতমুখী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই শফিকুল ইসলাম (৫০) ও আফসানা খুশী (১৭) নামের দুজনের মৃত্যু হয়। এ সময় স্থানীয়রা গুরুতর আহত তিনজনকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠালে স্নেহা চক্রবর্তী (১৮) নামের অপর শিক্ষার্থীর মৃত্যু হয়।

এ ঘটনায় গুরুতর আহত আরো দুজনকে উন্নত চিকিৎসার জন্য সিলেটের এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, আমরা সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে এসে তিন লাশ উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছি।

আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।


প্রিন্ট

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর