সোমবার, ২৫ অগাস্ট ২০২৫, ০৪:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জ-৩ আসনের উন্নয়নে হাম্মাদ গাজিনগরীর ১০ দফা ঘোষণা শান্তিগঞ্জে নদী থেকে ভাসমান গলিত লাশ উদ্ধার শান্তিগঞ্জে বোগদাদি রেস্টুরেন্টের শুভ উদ্বোধন স্বপ্নবাজ তরুণ রহমান তৈয়ব: সাংবাদিকতা থেকে শিক্ষকতার আলোয় নতুন যাত্রা কবিতা : বঞ্চিতের মুখপাত্র শান্তিগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আহত ২৬ এলাকায় উত্তেজনা শান্তিগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন শান্তিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির লটারীপ্রাপ্ত ফয়জুল হকের বিরুদ্ধে আনিত অভিযোগের প্রতিবাদ শান্তিগঞ্জে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত  সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের ত্রাণ বিতরণ ও আলোচনা সভা

পরিকল্পনা করেই আমি সিনেমার অঙ্গনে পা রেখেছি: সাবিলা নূর

বিনোদন ডেস্ক::
  • আপডেট সময় শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ৩১ বার পড়া হয়েছে

নাটকের অভিনেত্রী সাবিলা নূর। গত কুরবানি ঈদে তার সিনেমায় অভিষেক হয়। প্রথম সিনেমা ‘তাণ্ডব’ দিয়ে নায়িকা হিসাবে খুব একটা আলোচনায় আসতে পারেননি। প্রথম সিনেমা ছিল তার কাছে অগ্নিপরীক্ষার মতো। তবে সে পরীক্ষায় পুরো নম্বর নিয়ে পাশ করেছেন এটি বলা না গেলেও, কিছুটা উতরে গেছেন।

কারণ, এতে সাবিলা কাজ করেছেন শাকিব খানের বিপরীতে। তাই সিনেমাটি আলোচনায় ছিল। সেক্ষেত্রে ফ্লপ তকমা পাওয়া থেকে বাঁচলেন এ নায়িকা। ঈদে মুক্তিপ্রাপ্ত এ সিনেমার প্রচার-প্রচারণায়ও তিনি ছিলেন বেশ ব্যস্ত।

তবে সিনেমা মুক্তির প্রায় দুই মাস পার হয়ে গেলেও তার নতুন কোনো কাজের খবর আর পাওয়া যায়নি। তাছাড়া এ নায়িকা বর্তমানে যুক্তরাষ্ট্রে অবকাশযাপনে রয়েছেন।

এদিকে এর আগেও নাটকের একাধিক অভিনেত্রীকে দুই-একটি বাণিজ্যিক সিনেমায় অভিনয় করতে দেখা গেলেও, তাদের কাউকেই নিয়মিত পাওয়া যায়নি। সে হিসাবে ১৭ জুলাই ২০২৫ তারিখে যুগান্তরে সাবিলাসহ নাটকের আরও তিন নায়িকাকে নিয়ে একটি সংবাদ প্রকাশ করা হয়। যার শিরোনাম ছিল ‘সিনেমায় তাদের ভবিষ্যৎ কী?’ এ বিষয়ে এবার জবাব দিয়েছেন সাবিলা।

তিনি জানান, পরিকল্পনা করেই তিনি সিনেমার অঙ্গনে পা রেখেছেন। সিনেমায় তিনি বেড়াতে আসেননি। বছরে কমপক্ষে দুটি সিনেমায় কাজ করার ইচ্ছা তার। সাবিলা বলেন, ‘নিজের পারফরম্যান্স দেখানোর জন্য একজন শিল্পীর কাছে সবচেয়ে বড় প্ল্যাটফর্ম সিনেমা। কারণ নাটকে সময়ের একটা বিষয় থাকে। দুই থেকে তিন দিন কিংবা বড় বাজেটের নাটক হলে সর্বোচ্চ ছয়-সাত দিনে নাটকের শুটিং শেষ করতে হয়। কিন্তু সিনেমায় চরিত্র অনুযায়ী নিজেকে প্রস্তুত করতে লম্বা সময় পাওয়া যায়। শুটিংও হয় সময় নিয়ে। তাই অভিনেত্রী হিসাবে আমার কাছে সিনেমা খুব ভালো প্ল্যাটফর্ম। আমি চাই এখানে নিয়মিত হতে।’

তিনি আরও বলেন, ‘গত কয়েক বছর দর্শক প্রতি উৎসবেই আগ্রহ নিয়ে সিনেমা দেখছে। এ বিষয়টি আমাকে সিনেমার প্রতি আরও উৎসাহিত করেছে। আমার মনে হয়, সিনেমার খুব ভালো একটা সময় এসেছে। ভবিষ্যতে আরও ভালো সময় আসবে। ভিন্ন ধরনের গল্পের সিনেমা তৈরি হবে। সিনেমা ইন্ডাস্ট্রি নিয়ে আমি খুব আশাবাদী।’


প্রিন্ট

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর