স্টাফ রিপোর্টার::
বাংলাদেশ ধামাইল উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় কমিটির পুনর্গঠন সভা অনুষ্ঠিত হয়েছে । শুক্রবার (১১ জুলাই) দিনব্যাপী সুনামগঞ্জের দিরাই পৌরসভার একটি সমবায় সমিতির কার্যালয়ে এই সভার আয়োজন করা হয়। সভা পরবর্তীতে ধামাইল গান ও নৃত্য অনুষ্ঠিত হয়। এসময় ফেসবুকে সংগঠন বিরোধী কুরুচিপূর্ণ মন্তব্য ও অবমাননাকর পোস্ট নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন নেতৃবৃন্দরা। এসব অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও সাংগঠনিক ঐক্য ধরে রাখতে এ সভায় পুরাতন কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠন করা হয়।
সভায় সংগঠনের কেন্দ্রীয় সভাপতি হিসেবে অরুন কান্তি তালুকদার, সাধারণ সম্পাদক হিসেবে শ্যামল দেব এবং কোষাধ্যক্ষ হিসেবে অনুপম দাস-কে দায়িত্ব দেওয়া হয়। একইসাথে নতুন কমিটিকে এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের দায়িত্ব দেওয়া হয়।
সভায় উপস্থিত নেতৃবৃন্দ বলেন—‘ধামাইল সংস্কৃতির সাথে জড়িত থেকে নোংরা মনের মানুষ ফেসবুকের মতো সামাজিক মাধ্যমে যেভাবে কুরুচিপূর্ণ ও বিভেদমূলক পোস্ট দিচ্ছে, তাতে পরিষদের সুনাম মারাত্মকভাবে ক্ষুণ্ন হচ্ছে। তারা বলেন, ব্যক্তিগত দ্বন্দ্বকে সংগঠনের ভিতরে টেনে আনা এবং তা অনলাইনে প্রকাশ করায় ধামাইলের সাংস্কৃতিক ঐতিহ্য ক্ষতির মুখে পড়েছে। এই কর্মকাণ্ড সামাজিক নোংরামিতে পরিণত হয়েছে, যা আর বরদাশত করা হবে না।’ বক্তারা আরও বলেন, ‘বিগত কমিটির সদস্যরা দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন। ফলে সংগঠন প্রায় বিলুপ্তির পথে। আজকের এই সভার মাধ্যমে আমরা নতুন নেতৃত্ব গঠন করে ধামাইলের ঐতিহ্য রক্ষায় শপথ নিয়েছি। আগামীতে কেউ যদি সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করে সামাজিক মাধ্যমে অপপ্রচার চালায়, তার বিরুদ্ধে সাংগঠনিক ও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
সভায় নব নির্বাচিত সভাপতি অরুন কান্তি তালুকদারের সভাপতিত্বে এবং সাবেক যুগ্ম সম্পাদক ও বর্তমান সাধারণ সম্পাদক শ্যামল দেব ও সিইও পিকলু সরকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সংগঠনের সাবেক সহ-সভাপতি নারায়ণ দাস, বাউল সিরাজ উদ্দিন, জয়ন্ত তালুকদার পোল্টন, দিরাই রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক হিল্লোল পুরকায়স্থ, অরুণ কিরণ বর্মণ, নন্দলাল দাস, রণধীর চক্রবর্তী, লেখক সাগর দাস, বাপ্টু দেব, বাউলা তপু, মিহির তালুকদার, সাংবাদিক জীবন সূত্রধর, সাংবাদিক দীপঙ্কর বণিক, সাগর পুরকায়স্থ, তুষ্টি তালুকদারসহ অনেকে। এ সময় দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আগত প্রায় ৫০ জন নেতাকর্মী উপস্থিত ছিলেন।