মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ০৩:২০ পূর্বাহ্ন

এক বিষয়ে পরীক্ষা দিয়ে দুই বিষয়ে ফেল, বিস্মিত শিক্ষার্থী

দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্ক::
  • আপডেট সময় রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ৬৮ বার পড়া হয়েছে

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার শ্রীকর্ণদীঘি উচ্চবিদ্যালয়ের একজন এসএসসি পরীক্ষার্থী এক বিষয়ে পরীক্ষা দিয়েও ফলাফলে দুই বিষয়ে ফেল করেছে-এমন বিস্ময়কর ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

 

ভুক্তভোগী শিক্ষার্থীর নাম জিৎ চন্দ্র মহন্ত। তিনি কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ফার্ম মেশিনারি ট্রেডে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন। তিনি ছিলেন অনিয়মিত শিক্ষার্থী এবং ২০২৪ সালের পরীক্ষায় গণিত বিষয়ে ফেল করেছিলেন।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, জিৎ ২০২২-২৩ শিক্ষাবর্ষে নবম শ্রেণিতে কারিগরি শাখায় ভর্তি হয় এবং ২০২৪ সালে এসএসসি পরীক্ষায় অংশ নেয়। সে বছর মোট ১৪টি বিষয়ে পরীক্ষা দিয়ে কেবল গণিতে ফেল করে। এরপর চলতি (২০২৫) সালে কেবল গণিত বিষয়ে পুনরায় পরীক্ষায় অংশ নেয়। তবে বৃহস্পতিবার প্রকাশিত ফলাফলে দেখা যায়, সে কেবল গণিতেই নয়, ‘কৃষি’ বিষয়েও ফেল করেছে-যেটি তার পরীক্ষার বিষয়ভুক্তই ছিল না।

বিস্মিত জিৎ চন্দ্র মহন্ত বলেন, ‘আমি ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় শুধু গণিতে অংশ নিয়েছি। কৃষি বিষয়ে কোনো পরীক্ষাই দিইনি। অথচ ফলাফলে দুই বিষয়ে ফেল দেখানো হয়েছে। এটা বুঝতেই পারছি না।’

বিদ্যালয়ের কারিগরি শাখার সহকারী শিক্ষক ওমর ফারুক বলেন, ‘বোর্ডের কারিগরি ত্রুটির কারণে এমন ফলাফল হতে পারে। মার্কশিট ইস্যুর সময় সমস্যাটি সমাধান হবে বলে আমরা আশা করছি।’

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রুহুল আমিন বলেন, ‘আমি বিষয়টি শুনেছি এবং খোঁজ নিচ্ছি। কৃষি বিষয়টি ‘ফোর্থ সাবজেক্ট’ হওয়ায় চূড়ান্ত ফলাফলে এতে ফেল দেখানোর কথা নয়। আমরা বিষয়টি দ্রুত বোর্ড কর্তৃপক্ষকে জানাব।’

এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে বিভ্রান্তি ও উদ্বেগ তৈরি হয়েছে। সংশ্লিষ্টরা দ্রুত তদন্ত করে ভুল সংশোধনের দাবি জানিয়েছেন।

সুত্র:: চ্যানেল২৪


প্রিন্ট

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর