শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ০৫:১৬ পূর্বাহ্ন

সংসার ভাঙল কণ্ঠশিল্পী কনার

বিনোদন ডেস্ক::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ৪৩ বার পড়া হয়েছে

‎দীর্ঘ ছয় বছরের সংসার ভেঙে গেল জনপ্রিয় সংগীতশিল্পী দিলশাদ নাহার কনার। সামাজিক যোগাযোগমাধ্যমে খবরটি তিনি নিজেই দিয়েছেন।‎

বুধবার রাত সাড়ে ১০টার পর নিজের ফেসবুকে একটি স্ট্যাটাস দেন কনা। ওই পোস্টে বিচ্ছেদের কথা জানান গায়িকা।

পোস্টে কনা লিখেছেন, ‘আমি আপনাদের ভালোবাসার কনা। জন্ম, মৃত্যু, বিয়ে – সবই আল্লাহর ইচ্ছা। ঠিক তেমনি যে কোনো বিচ্ছেদ ও হয় তারই ইশারায়।’

‎‎এরপর বিচ্ছেদের খবর দিয়ে তিনি লেখেন, ‘আমার সকল শুভাকাঙ্ক্ষী এবং প্রিয়জনদের উদ্দেশ্যে ভারাক্রান্ত হৃদয়ে আমি জানাচ্ছি যে, দীর্ঘ ছয় বছরের বিবাহিত জীবনের পর আমি এবং  গোলাম মোহাম্মাদ ইফতেখার গহিন গত ১৬ জুন, ২০২৫ তারিখে আমাদের বিবাহবিচ্ছেদ সম্পন্ন করেছি। এটি আমাদের দুজনের জন্যই একটি অত্যন্ত কঠিন সিদ্ধান্ত ছিল এবং আমরা উভয়ই পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমেই এই পথে হেঁটেছি।’

‎‎কনার কথায়, ‘আমরা একে অপরের প্রতি সর্বদা শ্রদ্ধাশীল থাকব। জীবনের এই নতুন অধ্যায়ে আমরা দুজনেই যেন শান্তিতে এবং সম্মানের সঙ্গে এগিয়ে যেতে পারি, তার জন্য আপনাদের সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।’

‎আপাতত গানে মনোনিবেশ করতে চান উল্লেখ করে গায়িকা লেখেন, ‘এই মুহূর্তে আমি আমার গানের কাজে মনোনিবেশ করতে চাই, যেই কাজের মাধ্যমেই আমি এতদূর পর্যন্ত আসতে পেরেছি।’

‎কনা আশা ব্যক্ত করে লেখেন, ‘আশা করি আপনারা আমার এই সিদ্ধান্তকে সম্মান জানাবেন এবং সবসময় আমাকে যেভাবে শ্রদ্ধা ও ভালোবাসায় আগলে রেখেছেন, ভবিষ্যতেও সেভাবেই রাখবেন। আপনাদের ভালোবাসা ও সমর্থনের জন্য আমি কৃতজ্ঞ। ধন্যবাদান্তে, আপনাদের স্নেহধন্য, দিলশাদ নাহার কনা।’

‎‎এদিকে গুঞ্জন চলছিল বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন কনা। এ নিয়ে এক সংবাদ মাধ্যমে খবরও প্রকাশিত হয়। সেখানে বলা হয়, মো. শাহরিয়ার সাঈদ (শুভ্র) নামের এক গিটারিস্টের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন কনা। কনার প্রেমিক শুভ্র গায়িকার সঙ্গে স্টেজে গিটার বাজিয়ে থাকেন। দীর্ঘ ৬ মাসেরও বেশি সময় ধরে তারা প্রেমের সম্পর্কে রয়েছেন বলে জানা গেছে।

‎‎যদিও কনা বিষয়টি অস্বীকার করেন। তবে পরকীয়ার গুঞ্জন ছড়াতেই স্বামী গহীনের সঙ্গে বিচ্ছেদের খবর দিলেন।

‎বলে রাখা ভালো ২০১৯ সালের ২১ শে এপ্রিল গোলাম মো. ইফতেখার গহীনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন কণা। এর মাধ্যমে দীর্ঘ সাত বছরের প্রেমের সম্পর্ক পূর্ণতা পায় তাদের।


প্রিন্ট

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর