শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ০৫:২১ পূর্বাহ্ন

এইচএসসির ফাঁস হওয়া সেই প্রশ্নপত্র বাতিল

দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্ক::
  • আপডেট সময় শনিবার, ২১ জুন, ২০২৫
  • ৪৪ বার পড়া হয়েছে

রাজশাহী শিক্ষা বোর্ডের অধীন আসন্ন এইচএসসি পরীক্ষার ইতিহাস দ্বিতীয় পত্রের প্রশ্নপত্র বাতিল করা হয়েছে। এর আগে নওগাঁর ধামইরহাট থানায় রক্ষিত প্রশ্নপত্রের ট্রাংক খোলা অবস্থায় পাওয়া যাওয়া যায়। এরপর বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন রাজশাহী শিক্ষা বোর্ড। বিষয়টি দৈনিক শিক্ষাডটকমকে নিশ্চিত করে রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আ ন ম মোফাখখারুল ইসলাম।

অপরদিকে শিক্ষাবোর্ড গুলোর মোর্চা আন্তশিক্ষা বোর্ডও জানিয়েছে একই বিষয়ের ভিন্ন কয়েকটি সেট বোর্ডের কাছে সংরক্ষিত আছে তাই পরীক্ষা গ্রহণে কোনো জটিলতা সৃষ্টি হবে না।

এদিকে ঘটনার পরপরই থানা হাজতের দায়িত্বে থাকা একজন উপপরিদর্শক (এসআই) ও একজন কনস্টেবলকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাতে ধামইরহাট থানার হাজতে থাকা এক আসামি ট্রাংকের সিলগালা উঠিয়ে তালা খুলে ফেলেন। এরপর ট্রাংকের ভেতরে থাকা প্যাকেটবন্দি প্রশ্নপত্র বের করে সেগুলো ছড়িয়ে ফেলেন এবং কয়েকটি ছিঁড়ে ফেলেন।

পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার বলেন, প্রশ্নপত্রের ট্রাংক সিলগালা ও তালাবদ্ধ অবস্থায় ছিলো। আসামির এক হাতে হাতকড়া থাকলেও অন্য হাত খোলা ছিলো। এরপর প্রশ্নপত্র ছড়িয়ে রাখেন এবং কিছু ছিঁড়ে ফেলেন। সিসিটিভি ফুটেজে এসব দেখা গেছে।

ঘটনার তদন্তে জেলা প্রশাসন ও জেলা পুলিশ সুপারের পক্ষ থেকে পৃথক দুটি কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি রাজশাহী শিক্ষা বোর্ডের একটি দল বৃহস্পতিবার ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এই ঘটনায় সরকারি সম্পদ বিনষ্টের অভিযোগে ওই আসামির বিরুদ্ধে নতুন একটি মামলা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আ.ন.ম মোফাখখারুল ইসলাম দৈনিক শিক্ষাডটকমকে বলেন, এ ঘটনাটি জানার পর সচিবের সঙ্গে আলোচনা সাপেক্ষে আগামী ১৯ জুলাই অনুষ্ঠেয় ইতিহাস দ্বিতীয় পত্রের প্রশ্নপত্রটি বাতিল করা হয়েছে। এই পরীক্ষাটি বিভাগের আট জেলায় বিকল্প প্রশ্নপত্রে নেয়া হবে।

শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

সুত্র: দৈনিক শিক্ষা ডটকম

 


প্রিন্ট

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর