আল আমিন আহমেদ সালমান::
বঞ্চিতের রক্ত যদি ঝরে,
অন্যায়ের মাটিতে আগুন জ্বলে।
শোষণের শৃঙ্খল ছিঁড়ে ফেলব,
অধিকারের মশাল উঁচিয়ে ধরব।
শুনো হে ধনীর প্রাসাদ!
শুনো হে ক্ষমতার আসন
ক্ষুধার্ত শিশুর চোখের জল
এবার বজ্র হয়ে ঝড়বে তোমার চোখে।
কারণ আমরা কবি নই কেবল
আমরা বঞ্চিত মানুষের মুখপাত্র!
লেখক: রিপোর্টার, কালের কণ্ঠ, মধ্যনগর, সুনামগঞ্জ।