সিলেট- সুনামগঞ্জ মহাসড়কে বাস ও সিএনজি সংঘর্ষের ঘটনায় নিহত হয়েছেন সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (CSE) বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের মেধাবী শিক্ষার্থী স্নেহা চক্রবর্তী। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
সোমবার (৬ আগস্ট) দুপুরে সিলেট- সুনামগঞ্জ মহাসড়কের সুনামগঞ্জ জেলার সদর উপজেলার বাহাদুরপুর নামক স্থানে এ ঘটনা ঘটে। পরে সুনামগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
বুধবার বিকেলে সুবিপ্রবি’র এক শোক বার্তায় তার অকাল মৃত্যুতে বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষে উপাচার্য অধ্যাপক ড. মোঃ নিজাম উদ্দিন গভীরভাবে শোক প্রকাশ করেন। তিনি উল্লেখ্য করেন যে, স্নেহা চক্রবর্তীর মত একজন মেধাবী ও প্রতিভাবান শিক্ষার্থী এভাবে চলে যাওয়া আমাদের জন্য এক অপূরণীয় ক্ষতি। তার উজ্জ্বল ভবিষ্যৎ, স্বপ্ন ও সম্ভাবনা আজ অঙ্কুরেই বিনষ্ট হলো। তিনি স্নেহা চক্রবর্তীর শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করছেন।
আমরা বিশ্ববিদ্যালয় পরিবার স্নেহা চক্রবর্তীর আত্মার চিরশান্তি কামনা করছি।
প্রসঙ্গত, স্নেহা চক্রবর্তী, যিনি ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (CSE) বিভাগে আজ ভর্তি কার্যক্রম শেষে বাসায় ফিরে যাবার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তার অকাল মৃত্যু হয়।