আজকের তারিখ : অগাস্ট ২৫, ২০২৫, ১০:১৯ পি.এম || প্রকাশকাল : অগাস্ট ১৪, ২০২৫, ৫:৪৯ পি.এম
শান্তিগঞ্জে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

বুধবার(১৩ আগস্ট) সকাল ১১ ঘটিকায় শান্তিগঞ্জ উপজেলার একটি মিলনায়তনে এ সংবর্ধনা প্রদান করা হয়। এতে অংশ নেয় প্রায় শতাধিক শিক্ষার্থী।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শান্তিগঞ্জ উপজেলা শাখার সভাপতি আফসার আহমাদের সভাপতিত্বে ও শাখা সেক্রেটারি মুহাম্মদ নূর-নবীর সঞ্চালনায় পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ মুসাদ্দিক আহমদ ও সংগীত পরিবেশনা করেন শাহ্ সুলতান।
এসএসসি/দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য হাফিজ ইউসুফ ইসলাহী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মেহেদী হাসান তুহিন। বাংলাদেশ জামায়াতে ইসলামী শান্তিগঞ্জ উপজেলা শাখার সম্মানিত আমীর হাফিজ আবু খালেদ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শান্তিগঞ্জ উপজেলা শাখার সাবেক সভাপতি সুন্নত আলী, স্কুল বিভাগের সভাপতি সাইফ আহমদ সহ উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা বিভিন্ন শাখার দায়িত্বশীল বৃন্দ।
নির্বাহী সম্পাদক - মো: নুরুল হক, সম্পাদক ও প্রকাশক: সামিউল কবির, উপ-সম্পাদক : খালেদ হাসান, বার্তা সম্পাদক : ছায়াদ হোসেন সবুজ
অফিস : সুলতানপুর রোড, শান্তিগঞ্জ বাজার, সুনামগঞ্জ। মোবাইল : ০১৭১২-৬৪৫৭০৫, ই-মেইল : dsunam24@gmail.com
© All rights reserved © dakshinsunamganj24