বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীতে অফিসার ও সৈনিক পদে (পুরুষ/মহিলা) ভর্তিতে নিয়োগ পরীক্ষায় সহায়তার জন্য সিলেটে এই প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাবে যাত্রা করলো ডিফেন্স কোচিং একাডেমি।
সোমবার (৮ আগস্ট) সকাল ১১.০০ ঘটিকায় সিলেট শহরের জিন্দাবাজার এ্যালিগেন্ট শপিং মল (লিফট-৯) ১০ম তলায় ডিফেন্স কোচিং একাডেমি'র শুভ উদ্বোধন করেন একাডেমির উপদেষ্টা লেঃ কর্ণেল (অবঃ) সৈয়দ আলী আহমদ।
এসময় উপস্থিত ছিলেন ডিফেন্স কোচিং একাডেমির পরিচালক মেজর সৈয়দ আলী আশফাক শামী (অবঃ), সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো: আহসান উদ্দিন (অবঃ), সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো: নিজাম উদ্দিন (অবঃ)।
আরও উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা যুবদল নেতা আফরোজ আলী ও ব্যবসায়ী আলমগীর হোসেন প্রমূখ।
ডিফেন্স কোচিং একাডেমিতে ভর্তি চলছে আর তার ক্লাস শুরু হবে ২০২৫ এর ১লা সেপ্টেম্বর।
নির্বাহী সম্পাদক - মো: নুরুল হক, সম্পাদক ও প্রকাশক: সামিউল কবির, উপ-সম্পাদক : খালেদ হাসান, বার্তা সম্পাদক : ছায়াদ হোসেন সবুজ
অফিস : সুলতানপুর রোড, শান্তিগঞ্জ বাজার, সুনামগঞ্জ। মোবাইল : ০১৭১২-৬৪৫৭০৫, ই-মেইল : dsunam24@gmail.com