শান্তিগঞ্জ প্রতিনিধি::
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদ বলেছেন, খেলাধুলার মাধ্যমে আমাদের মানসিক বিকাশ ঘটায়৷ খেলাধুলার মাধ্যমে মাদকের ভয়ংকর থাবা থেকে যুব সমাজ রক্ষা পায়।
তিনি বলেন, শান্তিগঞ্জের মানুষ খেলাধুলার মাধ্যমেই শান্তিতে থাকতে চায় এটাই তার প্রমাণ। হাডুডু খেলা শুধু জাতীয় খেলাই নয় এটা আনাদের হারিয়ে যাওয়া ঐতিহ্য৷ আমরা কথা দিচ্ছি বিএনপি ক্ষমতায় আসলে সকল খেলাধুলা আরও বেশি গুরুত্ব দেয়া হবে।
সোমবার(২৮ জুলাই) শান্তিগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের চিকারকান্দি ও বাদুল্লাহপুর গ্রামের যুব সমাজ আয়োজিত হাডুডু খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিবি এসব কথা বলেন৷
বিএনপি নেতা লাল মিয়ার সভাপতিত্বে ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম নাঈমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আনছার উদ্দিন, শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ফারুক আহমদ।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহবায়ক ১ম যুগ্ম আহ্বায়ক রওশন খান সাগর, আহ্বায়ক কমিটির সদস্য মহির উদ্দিন, নুর ইসলাম, অজিত দাস, বিএনপি নেতা ইলিয়াছ মিয়া, সিরাজ মিয়া, আওলাদ হোসেন, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রশিদ আমিন, সিলেট মহানগর যুবদলের যুগ্ন আহবায়ক এমদাদুল হক স্বপন, জগন্নাথপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী আব্দুস সোবহান, লন্ডন বিএনপি নেতা আলিফ মিয়া, ইউনিয়ন বিএনপি নেতা জাহাঙ্গীর আলম, ইউপি সদস্য সুমন মিয়া, যুবদল নেতা ও ইউপি সদস্য লিটন মিয়া, সোহেল মিয়া, মনির মিয়া, আবু জাফর, ছাত্রদল নেতা মানসুর আহমদ, শামীম, আবু ছালেক ও রুহুলসহ প্রমুখ৷ এসময় বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভার পর বিজয়ী দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ৷
নির্বাহী সম্পাদক - মো: নুরুল হক, সম্পাদক ও প্রকাশক: সামিউল কবির, উপ-সম্পাদক : খালেদ হাসান, বার্তা সম্পাদক : ছায়াদ হোসেন সবুজ
অফিস : সুলতানপুর রোড, শান্তিগঞ্জ বাজার, সুনামগঞ্জ। মোবাইল : ০১৭১২-৬৪৫৭০৫, ই-মেইল : dsunam24@gmail.com