আজকের তারিখ : অগাস্ট ২৭, ২০২৫, ৩:০৭ পি.এম || প্রকাশকাল : জুলাই ২৭, ২০২৫, ৫:২৮ পি.এম
শান্তিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা রতন কুমার আর নেই

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নের নায়নগর গ্রামের জাতির শ্রেষ্ঠ সন্তান বীরমুক্তিযোদ্ধা রতন কুমার (৭০) আর নেই।
শনিবার(২৬ জুলাই) রাত ১০টার দিকে বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। নায়নগর গ্রামের মৃত নরেশ দাসের ছেলে বীর মুক্তিযোদ্ধা রতন কুমার বাংলার স্বাধীনতা সংগ্রামে সাহসিকতার পরিচয় দেওয়া এই বীরের মৃত্যুতে পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
এদিকে রবিবার সকালে শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা'র উপস্থিতিতে ও শান্তিগঞ্জ থানার পিএসআই (নি:) মামুনুর রশীদের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার দেয়। তারপর বীর মুক্তিযোদ্ধার প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। শ্রদ্ধা জানানো শেষে উপস্থিত সকলে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন।
পরিবার, স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী জানান “রতন দা ছিলেন আমাদের অহংকার। দেশকে ভালোবেসেই তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। সাহসিকতার সহিত যুদ্ধ করে দেশকে উপহার দিয়েছিলেন প্রকৃত মুক্তির স্বাদ” এই গৌরবময় যাত্রার শেষ প্রহরে জাতি স্মরণ করছে এক অকুতোভয় বীরকে, যার ত্যাগ ইতিহাসের পাতায় স্বর্ণালী অক্ষরে লেখা থাকবে।
নির্বাহী সম্পাদক - মো: নুরুল হক, সম্পাদক ও প্রকাশক: সামিউল কবির, উপ-সম্পাদক : খালেদ হাসান, বার্তা সম্পাদক : ছায়াদ হোসেন সবুজ
অফিস : সুলতানপুর রোড, শান্তিগঞ্জ বাজার, সুনামগঞ্জ। মোবাইল : ০১৭১২-৬৪৫৭০৫, ই-মেইল : dsunam24@gmail.com
© All rights reserved © dakshinsunamganj24