আজকের তারিখ : অগাস্ট ২৭, ২০২৫, ৩:১০ পি.এম || প্রকাশকাল : জুলাই ১৫, ২০২৫, ১২:৪৩ এ.এম
বন্ধুমহল ব্লাড ফাইটার্স-এর উদ্যোগে শান্তিগঞ্জে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত

সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় “বন্ধুমহল ব্লাড ফাইটার্স” এর উদ্যোগে একদিনব্যাপী ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
সম্পূর্ণ অরাজনৈতিক ও অলাভজনক এই সমাজসেবামূলক সংগঠনটি সোমবার (১৪ জুলাই) দুপুর ১টা ৩০ মিনিট থেকে বিকেল ৫টা পর্যন্ত উপজেলার দিরাই রোড সংলগ্ন সিলেটগামী যাত্রী ছাউনীর পাশে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রম পরিচালনা করে।
এ সময় উপস্থিত ছিলেন বন্ধুমহল ব্লাড ফাইটার্স-এর সভাপতি সায়েম আহমেদ, সাংগঠনিক সম্পাদক হাফিজ সোহাইল আহমদ, ধর্ম বিষয়ক সম্পাদক ক্বারী মাহদি আল-হাসান, প্রচার সম্পাদক মোজাম্মেল হক ছামী ও সদস্য সাঈদ মাহমুদ প্রমুখ।
ক্যাম্পেইনে স্থানীয় জনগণের ব্যাপক সাড়া লক্ষ করা গেছে। রক্তদানে আগ্রহী নতুনদের উৎসাহিত করতে ও সচেতনতা বৃদ্ধি করাই এই ক্যাম্পেইনের মূল লক্ষ্য ছিল।
সংগঠনের সভাপতি সায়েম আহমেদ বলেন, “সমাজসেবামূলক কাজে মানুষের অংশগ্রহণ ও সহযোগিতা পেলে ‘বন্ধুমহল ব্লাড ফাইটার্স’ ভবিষ্যতে আরও বড় পরিসরে কাজ করতে সক্ষম হবে। আমরা সবসময় মানবতার সেবায় নিয়োজিত থাকতে চাই।”
উল্লেখ্য, বন্ধুমহল ব্লাড ফাইটার্স দীর্ঘদিন ধরে স্বেচ্ছায় রক্তদান, রোগী সেবা ও সামাজিক সচেতনতা মূলক বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে আসছে।
নির্বাহী সম্পাদক - মো: নুরুল হক, সম্পাদক ও প্রকাশক: সামিউল কবির, উপ-সম্পাদক : খালেদ হাসান, বার্তা সম্পাদক : ছায়াদ হোসেন সবুজ
অফিস : সুলতানপুর রোড, শান্তিগঞ্জ বাজার, সুনামগঞ্জ। মোবাইল : ০১৭১২-৬৪৫৭০৫, ই-মেইল : dsunam24@gmail.com
© All rights reserved © dakshinsunamganj24