ঢাকায় অনুষ্ঠিতব্য জামায়াতে ইসলামীর মহাসমাবেশকে সফল করতে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার(১১ জুলাই)বিকাল ৪ টায় পাথারিয়া বাজারে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় ইউপি জামায়াতের সেক্রেটারি মোঃকবির হুসেন এর সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াতের সভাপতি মোঃ শমশের আলী প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা জামায়াতের এসিস্টেন্ট সেক্রেটারি আসাদুজ্জামান, এতে স্থানীয় ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, “এ মহাসমাবেশ ইসলামী আন্দোলনের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, সবাইকে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।”
সভায় সমাবেশে অংশগ্রহণ নিশ্চিত করতে যানবাহন, দলীয় ব্যবস্থাপনা ও লোকসংগ্রহসহ নানা বিষয়ে আলোচনা ও দায়িত্ব বণ্টন করা হয়।
উল্লেখ্য, আগামী সপ্তাহেই ঢাকায় জামায়াতে ইসলামীর এই কেন্দ্রীয় মহাসমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
নির্বাহী সম্পাদক - মো: নুরুল হক, সম্পাদক ও প্রকাশক: সামিউল কবির, উপ-সম্পাদক : খালেদ হাসান, বার্তা সম্পাদক : ছায়াদ হোসেন সবুজ
অফিস : সুলতানপুর রোড, শান্তিগঞ্জ বাজার, সুনামগঞ্জ। মোবাইল : ০১৭১২-৬৪৫৭০৫, ই-মেইল : dsunam24@gmail.com