সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নের উন্নয়ন, সম্ভাবনা নিয়ে নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(১৯ জুন) বিকেলে উপজেলার বীরগাঁও পূর্বপাড়া যাত্রী ছাউনিতে এই নাগরিক সমাবেশের আয়োজন করেন পূর্ব বীরগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছালেক উদ্দিন।
নাগরিক সমাবেশে বক্তব্য রাখেন গ্রাম ডা. রাসেল আহমদ, মাহমুদ নূর, সাবেক মেম্বার মো. ইসকন মিয়া, বিশিষ্ট মুরব্বী ওয়াজনুর উল্লা প্রমুখ। এসময় বীরগাঁও গ্রামের কয়েস উদ্দিন, জুমার আহমদ, জমির উদ্দিন, তজদুল মিয়া, মিচ্ছু মিয়া, সামিজুল হক ও কাসেম আহমদসহ পশ্চিম বীরগাঁও ইউনিয়নের বিভিন্ন এলাকার সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন মাওলানা আকবর আলী।
নাগরিক সমাবেশে সাবেক চেয়ারম্যান ছালেক উদ্দিন বলেন, পূর্ব বীরগাঁও ইউনিয়নবাসী সব কিছু থেকে বঞ্চিত। কিছু রাজনীতিবিদ নিজের এলাকাকে প্রাধান্য দিয়ে বীরগাঁও তথা পূর্ব বীরগাঁও ইউনিয়নকে পিছিয়ে রেখেছেন৷ উন্নয়ন, শিক্ষা সংস্কৃতির পাশাপাশি রাজনীতির দিক দিয়েও পিছনে আমাদের ইউনিয়ন। আমরা চাই সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে একটি কমিটি করে আমাদের অধিকার প্রতিষ্ঠা করতে। এজন্য সবার আন্তরিকতা দরকার। আজকের নাগরিক সমাবেশের একমাত্র লক্ষ্য ও উদ্দেশ্য হলো কিভাবে আমাদের ইউনিয়নের উন্নয়নসহ সার্বিক বিষয়ে এগিয়ে নিয়ে যাওয়া যায়৷ আর ঘরে বসে থাকার সময় নেই। এখনই আমাদেরকে অধিকার সচেতন হবে৷ এই মুহুর্তে ঐক্যের কোন বিকল্প নেই।
নির্বাহী সম্পাদক - মো: নুরুল হক, সম্পাদক ও প্রকাশক: সামিউল কবির, উপ-সম্পাদক : খালেদ হাসান, বার্তা সম্পাদক : ছায়াদ হোসেন সবুজ
অফিস : সুলতানপুর রোড, শান্তিগঞ্জ বাজার, সুনামগঞ্জ। মোবাইল : ০১৭১২-৬৪৫৭০৫, ই-মেইল : dsunam24@gmail.com